মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য শিগগিরই স্বাভাবিক হবে। ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইল যাওয়ার আগে তিনি এই মন্তব্য করেছেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে এবং গাজার জন্য দ্রুত একটি ‘শান্তি বোর্ড’ গঠন করা হবে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকারও প্রশংসা করেন।
যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি বহাল থাকবে। সবাই খুশি এবং আমি মনে করি এটি এভাবেই থাকবে।”
শান্তি প্রতিষ্ঠায় তার দক্ষতা সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি যুদ্ধ বন্ধে ভালো। আমি শান্তি স্থাপনেও ভালো।” এছাড়া তিনি গাজা সফরের ইচ্ছাও প্রকাশ করেন। তিনি মনে করেন, আগামী কয়েক দশক ধরে গাজায় ‘অলৌকিক ঘটনা’ ঘটবে।
ট্রাম্প আরও বলেন, “এই অঞ্চল শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে এবং গাজার শাসনব্যবস্থা তত্ত্বাবধানের জন্য একটি পরিকল্পিত তত্ত্বাবধায়ক সংস্থা (শান্তি বোর্ড) খুব দ্রুতই প্রতিষ্ঠা করা হবে।”
হামাসের হাতে আটক থাকা সকল জিম্মি স্থানীয় সময় দুপুরে মুক্তি পাবে। এছাড়া আজ (সোমবার) ট্রাম্প ইসরাইল থেকে মিশরে যাচ্ছেন একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে, যা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরাইলের সামরিক হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের মধ্যস্থতায় ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরাইল এবং হামাস সম্মত হওয়ার পর শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।



