শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাএইচএসসি ফলাফল: পাসের হারে বড় ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ

এইচএসসি ফলাফল: পাসের হারে বড় ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম

বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

গত বছর (২০২৪) গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, কিন্তু এবার তা নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে। ফলে পাসের হারে ১৮ দশমিক ৯৫ শতাংশের পতন ঘটেছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর প্রশ্নের কাঠামো ও মূল্যায়ন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল। ফলে শিক্ষার্থীরা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে বোর্ড কর্মকর্তারা বলছেন, মানসম্মত শিক্ষার মানোন্নয়নে এ ফল “বাস্তব চিত্র” তুলে ধরেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ফলের এই ধস শিক্ষাব্যবস্থার গভীর সংকেত বহন করছে। আগামী বছরগুলোর জন্য প্রয়োজন শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা, ক্লাসে উপস্থিতি এবং বিষয়ভিত্তিক প্রস্তুতিতে জোর দেওয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments