জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “পক্ষে-বিপক্ষে কঠিন বক্তব্য দিয়ে ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না। এই মুহূর্তে ঐক্যে ফাটল ধরলে দেশের জন্য ও নির্বাচনের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। সেই সুযোগ পাবে ফ্যাসিবাদেরা—তাদের এই সুযোগ দেওয়া যাবে না।”
আজ শুক্রবার শহরের নিজ বাসভবনে জেলা শ্রমিক দলের পরিচিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “জাতীয় ঐকমত্যের সরকারের সুযোগ এখনো জাতীয় রাজনীতিতে রয়েছে। সবাই মিলে সে সুযোগ নিয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে। হাসিনা ও তার দল দেশে-বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে চক্রান্ত করছে, কিন্তু এসব কোনো কাজ আসবে না। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “হাসিনা রাজনীতি করেননি, করেছেন দুর্নীতি ও লুটপাট। বিদেশে টাকা পাচার করেছেন। দেশের মানুষকে জিম্মি করে নির্বাচনের নামে ক্ষমতা দখল করেছিলেন। এত কিছুর পরও তাঁরা ক্ষমতায় থাকতে পারেননি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।”
বিএনপির এ যুগ্ম মহাসচিব আরও জানান, গত ১৭ বছরে শেখ হাসিনার আমলে শ্রমিকরাও নির্যাতন, গুম ও খুন থেকে রেহাই পাননি। “নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন,” বলেন তিনি।
এ্যানি আহ্বান জানান, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, শ্রমিক নেতা আবুল হাশেমসহ দলের অঙ্গসংগঠনের নেতারা। সঞ্চালনা করেন সোহেল হোসেন।



