নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা এই মানববন্ধনের আয়োজন করেন।

স্মরণকালের দীর্ঘ এই মানববন্ধনটি স্থানীয় বাসস্ট্যান্ডের উত্তরে লিচুবাগান থেকে দক্ষিণে শিবগঞ্জ মোড় পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় বক্তারা বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে চূড়ান্ত প্রার্থী করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকের মোড়ে জনির বাসভবনের সামনে সমাবেশে মিলিত হন। মিছিলে “বয়কট, বয়কট—ফজলে হুদা বয়কট” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, “এই মনোনয়নই চূড়ান্ত নয়। দলের মহাসচিব জানিয়েছেন, এটি পরিবর্তন হতে পারে।” তিনি অভিযোগ করে বলেন, “প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, এখনো সেই দেশবিরোধী চক্র সক্রিয় রয়েছে। আমরা সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের রুখে দেব।”

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে চারবার এই আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন এবং এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেন।
তার মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষের প্রার্থী হয়ে দেশের দ্বিতীয় সর্বাধিক ভোট পান। তবে দলীয় সূত্রে জানা যায়, তখন ফজলে হুদা বাবুল কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে সক্রিয় ভূমিকা না রেখে চাকরিস্থলে চলে যান।
স্থানীয় নেতারা বলছেন, মহাদেবপুর উপজেলার ভোটার সংখ্যা বদলগাছীর তুলনায় প্রায় দ্বিগুণ। এখানকার ভোটই নির্ধারণ করবে জয়-পরাজয়। তাদের দাবি, ভুল মনোনয়ন ধানের শীষের ঘাঁটিকে দুর্বল করে দিচ্ছে এবং এতে আসনটি জামায়াতের দখলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী করার আহ্বান জানিয়েছেন তারা।



