শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিকিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, সুযোগ নষ্ট করা যাবে না: বাবর

কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, সুযোগ নষ্ট করা যাবে না: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “বর্তমান সরকার নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু কিছু উপদেষ্টা স্পষ্টভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন, এটা আমরা বুঝতে পারছি। সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে, ক্ষমতায় যাওয়ার সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি।”

শনিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কলে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভা শহরের অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়।

বাবর বলেন, “এখনো কালো মেঘের ছায়া পুরোপুরি যায়নি। অনেক ষড়যন্ত্র চলছে। আগামী কয়েক দিনের মধ্যে শেখ হাসিনার প্রথম মামলার রায় হবে। আওয়ামী লীগ এবং পাশের কিছু পরাশক্তি রায় বা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এর সঙ্গে কিছু রাজনৈতিক দলও জড়িত।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা ক্ষমতায় যাব—এটা আল্লাহ ছাড়া কেউ নিশ্চিতভাবে জানেন না। তবে আশা তো রাখতেই হবে। তাই সবাইকে দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। কেউ শৃঙ্খলাভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না, এমনকি আমি করলেও না।”

বাবর নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ঐক্য ছাড়া কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। তাই সবাইকে সংগঠনের প্রতি অনুগত থেকে ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হবে। আমরা চাই যেকোনোভাবে বিশৃঙ্খল সময়টা পার করে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “বর্তমান সময় তথ্যপ্রযুক্তির। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। না হলে এই কঠিন প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব নয়। সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে।”

সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments