শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeস্বাস্থ্যডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে এবং শনাক্ত রোগী সংখ্যা ৮৩ হাজার ৮৫৮। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১২৫, চট্টগ্রামে ১৩৬, ঢাকায় ১০৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬, ঢাকা দক্ষিণে ১২১, খুলনায় ১৫, ময়মনসিংহে ৬০ এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। একই সময়ে ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে এ বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ২৪৩। তুলনামূলক হিসেবে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, আর ২০২৩ সালে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments