ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় উভয় বাহিনীর দিকে ইট–পাটকেল ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা।
সোমবার বেলা ১টা ৭ মিনিটের দিকে ‘জুলাই–মঞ্চ’ ব্যানারে সংগঠিত একদল লোক ৩২ নম্বর বাড়ির সামনের পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশ বারবার সরে যেতে বললেও তাঁরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালাতে থাকেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর ধাওয়া শুরু হয়—পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের নিউ মডেল কলেজের গলির ভেতর ঠেলে দেয়। সেনাবাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দেন এবং বিক্ষোভকারীরা কলেজের সামনে অবস্থান নিয়ে পুনরায় ইট–পাটকেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ছত্রভঙ্গ হয়ে একদল বিক্ষোভকারী পান্থপথের দিকে এবং আরেক দল মিরপুর সড়ক হয়ে ২৭ নম্বরের দিকে সরে যায়।
বেলা ২টার দিকে টানা চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এলাকাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়।



