সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি বাস ও ডিজেল–ট্যাংকারের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে—মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪২ জনই ভারতের নাগরিক।
দুর্ঘটনাটি ঘটে মক্কা থেকে মদিনার পথে মুফরিহাত এলাকায়, ভারতীয় সময় অনুযায়ী রাত প্রায় ১টা ৩০ মিনিটে। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের মানুষ ছিলেন। তাঁরা ওমরাহ সম্পন্ন করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের মুহূর্তে অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ধাক্কার পরপরই বাসে দাউদাউ করে আগুন ধরে যায়, ফলে দ্রুত বের হওয়ার মতো সময় পাননি প্রায় কেউই। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন বলে ধারণা করা হচ্ছে—যদিও চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত হয়নি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে মরদেহ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এখন পর্যন্ত মোহাম্মদ আবদুল শোয়াইব নামের এক যাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি।
তেলেঙ্গানা সরকার জানায়, রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে তাদের লাগাতার যোগাযোগ চলছে।
মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নতুন দিল্লির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে। রাজ্য সচিবালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষও চালু করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ তিনি লিখেছেন—
“মদিনায় ভারতীয় নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে।”



