জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। মোট ৪৫৩ পৃষ্ঠার এই রায় ছয়টি ভাগে সাজানো হয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনাসহ মামলার তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে।



