শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়বিবাহবার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

বিবাহবার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

১৭ নভেম্বর—১৯৬৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার বিয়ে সম্পন্ন হয়। সে অনুযায়ী সোমবার ছিল তাঁদের বিবাহবার্ষিকী। আর ঠিক এই দিনেই জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনও সেখানে অবস্থান করছেন বলে জানা যায়।

শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিয়ের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। ফলে মেয়ের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেননি। বিয়ের আয়োজন ও আনুষ্ঠানিকতার দায়িত্বে ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমান ঘটকালির দায়িত্ব পালন করেন।

বিয়ের পরদিন বিকেলে ড. ওয়াজেদ মিয়া কারাফটকের একটি কক্ষে তাঁর শ্বশুর শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া (১৬ ফেব্রুয়ারি ১৯৪২—৯ মে ২০০৯) ছিলেন দেশের অন্যতম খ্যাতিমান পদার্থবিজ্ঞানী। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার পর পরিবার ঢাকায় চলে আসে। তিনি আজিমপুর বালিকা বিদ্যালয়, বেগম বদরুন্নেসা বালিকা কলেজ এবং পরে ইডেন কলেজে পড়াশোনা করেন ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments