শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়পোস্টাল ভোটের অ্যাপ উদ্বোধন আজ, জানুন নিবন্ধন পদ্ধতি

পোস্টাল ভোটের অ্যাপ উদ্বোধন আজ, জানুন নিবন্ধন পদ্ধতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটের সুযোগ নিশ্চিত করতে সরকার চালু করছে ‘পোস্টাল ভোট বিডি (Postal Vote BD)’ নামে নতুন মোবাইল অ্যাপ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে—এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নির্বাচন কমিশন জানায়, অ্যাপটি চালুর পর নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রবাসী ভোটারদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক।

নিবন্ধনের জন্য প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ছবি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি এবং হাতে এনআইডি নিয়ে তোলা একটি ছবি অ্যাপে যুক্ত করতে হবে। পাসপোর্ট থাকলে তার ছবিও আপলোড করতে হবে। পাশাপাশি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন— সেই তথ্যও দিতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর ‘নিবন্ধন সম্পন্ন’ অপশনে ক্লিক করলে অ্যাপটি ফিরতি বার্তায় জানিয়ে দেবে নিবন্ধন সফল হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, নিবন্ধিত প্রবাসী ভোটারদের নির্ধারিত সময়ে ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার। ব্যালট ও প্রতীক যাচাই করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালটটি খামে ভরে নির্দিষ্ট নিয়মে ফেরত পাঠাতে হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রবাসী ভোটার ছাড়াও সরকারি কর্মকর্তা, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে কোনো প্রবাসী নিবন্ধনের পর দেশে ফিরে এলে তিনি আর সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments