দেশে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জনে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বছরের তৃতীয়বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংবাদ সম্মেলনে সচিব জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩৪ জন।
এ বছরের ২ মার্চ প্রকাশিত আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে। ওই তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
নির্বাচন কমিশন জানায়, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, যাচাই–বাছাই ও হালনাগাদ করণের পর এ চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।



