শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়নির্বাচনের আগে ১৭ হাজার শটগান কেনা হবে: সালেহউদ্দিন আহমেদ

নির্বাচনের আগে ১৭ হাজার শটগান কেনা হবে: সালেহউদ্দিন আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুলিশের পরিকল্পিত ৪০ হাজার বডি–ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, যা অত্যন্ত স্বল্পমূল্যে সংগ্রহ করা হবে। নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বডি–ওর্ন ক্যামেরা প্রসঙ্গে তিনি জানান,
“বডি ক্যামেরা কেনা নিয়ে আলোচনা চলছে। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা হবে। আগে ৪০ হাজার ক্যামেরার কথা বলা হলেও সেই সংখ্যা অবশ্যই কমবে।”

এ ছাড়া রমজান মাসের আগেই চাল ও গম আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। তাঁর ভাষায়,
“এলসি খোলা এখন আগের তুলনায় সহজ হয়েছে। রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments