শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে: ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে: ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংঘর্ষের সময় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের ফোনালাপের একটি ভিডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তিনি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে শোনা যায়—“এরা তো শিবির স্যার, আমাদের এখানে নতুন ফোর্স লাগবে।” এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করছেন।

১৭ নভেম্বর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে সামনে রেখে ধানমন্ডি ৩২–এ উত্তেজনা সৃষ্টি হয়। ঢাকার কলেজের কয়েকজন শিক্ষার্থী এক্সকাভেটর নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয়। পরে এলাকায় কয়েকবার সংঘর্ষ হয়।

এ সময়েই ডিসি মাসুদের ফোনালাপ ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ’বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক পেজ ভিডিও প্রকাশ করে দাবি করে, আন্দোলনকারীদের দমনে ‘শিবির ট্যাগ’ ব্যবহার করা হয়েছে।

ডিসি মাসুদকে ঘিরে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক ছাত্রের মুখ চেপে ধরা তাঁর ছবি আলোচিত হয়েছিল। আবার পাবনায় দায়িত্ব পালনকালে কোটা আন্দোলনের সময় গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন। সাম্প্রতিক সায়েন্সল্যাবের সংঘর্ষ নিয়ে তাঁর মন্তব্য—“এ ঘটনার কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না”—এটিও সমালোচিত হয়।

২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা র‌্যাব–৬ এবং পাবনায় দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ডিএমপিতে রমনা বিভাগের ডিসি হিসেবে কাজ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments