শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা অপরিহার্য।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)–এর কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর অবস্থান স্মরণ করে তিনি বলেন, “সেনাবাহিনী সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। দেশের সংকটময় সময়ে তাদের ভূমিকা প্রশংসনীয় এবং জাতি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে, তবে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments