রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
spot_img
Homeজাতীয়সরাসরি গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

সরাসরি গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে এসব বিষয়ে গ্রাহককে নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানায়, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে সরাসরি গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংটি।

উল্লেখ্য, এতোদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও রাজধানীর সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা দেয়া হতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments