রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
spot_img
Homeঅর্থনীতিব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার—চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে হিসাব বাড়লেও এসব অ্যাকাউন্টে জমা থাকা মোট আমানত কমেছে। বাংলাদেশ ব্যাংক রোববার প্রকাশিত প্রতিবেদনে জানায়, তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার হিসাব যুক্ত হলেও এসব হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে ৫ হাজার ৯২১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কোটি টাকার হিসাবের মোট সংখ্যা জানালেও মালিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা—কতটি সে তথ্য প্রকাশ করে না। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, ফলে প্রকৃত গ্রাহকসংখ্যা নির্দিষ্ট নয়। খাতসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর গত সরকারের সময় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেন, ফলে এসব অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় আমানত কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বর শেষে কোটি টাকার ব্যাংক হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি এবং এসব হিসাবে মোট আমানত ৮ লাখ ২ হাজার ১৫৬ কোটি টাকা; জুন শেষে হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি এবং আমানত ৮ লাখ ৮ হাজার ৭৭ কোটি টাকা। একই সময়ে দেশে মোট ব্যাংক হিসাব বেড়ে হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি, যা জুনে ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি—তিন মাসে বৃদ্ধির সংখ্যা ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি। সেপ্টেম্বর শেষে সব ধরনের হিসাবের বিপরীতে মোট আমানত দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকা, যা জুনে ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা—তিন মাসে সামগ্রিক আমানত বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments