বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষনিষ্ক্রিয় হজ্ব এজেন্সির বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত,হজ্ব ও ওমারায় কমানো হচ্ছে ভাড়া -...

নিষ্ক্রিয় হজ্ব এজেন্সির বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত,হজ্ব ও ওমারায় কমানো হচ্ছে ভাড়া – ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিষ্ক্রিয় এজেন্সিগুলোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ মেলায় অংশ নিয়ে গ্রাহকরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ সরাসরি যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই চুক্তিবদ্ধ হতে পারবেন। পাশাপাশি প্যাকেজে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments