বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষপিআর পদ্ধতিতে দেশ প্রস্তুত নয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে করছে ধর্মভিত্তিক দল -...

পিআর পদ্ধতিতে দেশ প্রস্তুত নয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে করছে ধর্মভিত্তিক দল – রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদা দাবি করা হয়নি; বরং নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। ওই চিকিৎসকের ওপর কেউ হামলা করেনি, তিনি নিজেই নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন হওয়ায় বিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘মব’ এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এ ধরনের ঘটনা রোধে এমন আইন প্রণয়নের দাবি জানান, যাতে কেউ নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায়।

অর্থ লুটপাটের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে প্রায় দুই হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়েছিল। এখন ব্যাংকটির নাম পদ্মা ব্যাংক হলেও সেই অর্থের হদিস নেই। এসব অর্থ উদ্ধারে সরকারের আন্তরিকতা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ এখনো এর জন্য প্রস্তুত নয়। যারা এ দাবি করছেন, তারা কেবল জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments