মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটিকে “অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “অনেক বিষয়ে আমাদের মধ্যে একমত হয়েছে, যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে একটি চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও জানান, বৈঠকের পর তিনি ন্যাটো, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। “আমি এখন কিছু ফোন কল শুরু করব—ন্যাটো, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জানাব কী আলোচনা হয়েছে,” বলেন ট্রাম্প।
এ সময় তিনি ইঙ্গিত দেন, ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততায় এখন একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব ইউক্রেনের কাঁধে।
ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, “আগামীতে যেকোনো সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। সেই আলোচনায় প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়েই সরাসরি অংশ নেবেন।”
পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কে মূল্যায়ন চাইলে ট্রাম্প জবাব দেন, “১০–এ ১০।”
এই বৈঠককে আন্তর্জাতিক পরিসরে একটি সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে। এখন বিশ্ব নজর রাখছে এই আলোচনার ভবিষ্যৎ অগ্রগতির দিকে।