বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeখেলাধুলাশিয়ারারকে পেছনে ফেলতে পারবেন তো সালাহ?

শিয়ারারকে পেছনে ফেলতে পারবেন তো সালাহ?

বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে স্বাগতিকদের জয়ের দিনে শেষ গোলটি আসে মোহাম্মদ সালাহ’র পা থেকে। প্রথমে সতীর্থের ক্রসে বল পেয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা অতিক্রম করেন তিনি। এরপর ২ খেলোয়াড়ের মাঝ দিয়ে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন।

প্রিমিয়ার লিগে এটা সালাহ’র ১৮৭তম গোল। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন মিশরীয় ফুটবলার। খেলা চালিয়ে যাওয়ায় কিংবদন্তি অ্যালান শিয়ারারকে পেছনে ফেলে শীর্ষে উঠার সুযোগ পাচ্ছেন সালাহ।

সালাহ’র সমান গোল নিয়ে এতোদিন এককভাবে ৪ নম্বরে ছিলেন অ্যান্ডি কোল। ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকারকে পেছনে ফেলা এখন সালাহ’র জন্য কেবল সময়ের ব্যাপার। যদিও তালিকার ওপরের দিকে উঠার জন্য অপেক্ষা করতে হবে তাকে।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে আছেন শিয়ারার। ব্ল্যাকবার্ন রোভার্স ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ফুটবলারের নামের পাশে শোভা পাচ্ছে ২৬০ গোল। ২১৩ গোল নিয়ে পরের স্থানটিতেই আছেন সাবেক টটেনহাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেইন।

তালিকার তিনে আছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনি। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ২০৮টি। গত মৌসুমে লিভারপুলকে লিগ শিরোপা জেতানোর পথে ২৯ গোল করেন সালাহ। এবারের মৌসুমে তেমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রুনি ও কেইনকে পেছনে ফেলে তালিকার দুইয়ে উঠতে পারবেন এই ফরোয়ার্ড।

তবে শিয়ারারকে পেছনে ফেলতে চাইলে কঠিন পরীক্ষাই দিতে হবে সালাহকে। এজন্য একাধিক মৌসুম প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যেতে হবে তাকে। এটা নিয়েই আছে অনেক যদি-কিন্তু। গত মৌসুম শেষেই দলবদলের বাজারে আলোচনা শোনা যায়- ইংল্যান্ড ছাড়তে চান সালাহ। বেশ কিছু গণমাধ্যম জানায়- স্প্যানিশ লা লিগায় যোগ দিতে দেবেন ৩৩ বছর বয়সী ফুটবলার। তার দলবদলের সঙ্গে জড়িয়ে যায় সৌদি প্রো লিগের নামও। অবশ্য এসব আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এখন দেখার বিষয়- এই মৌসুম শেষে ভবিষ্যত নিয়ে কি সিদ্ধান্ত নেন সালাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments