রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ স্থানীয় ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে৷
মঙ্গলবার (২৬ আগস্ট) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৪-এর বিভিন্ন এনজিওর কার্যক্রম ঘুরে দেখেন। স্টেকহোল্ডার’ ডায়ালগ শিরোনামে এই সংলাপের শেষ দিনে ৪০টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
সকাল থেকে দু’দলে বিভক্ত হয়ে প্রতিনিধিরা ক্যাম্প-৪ ও বালুখালী এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা জাতিসংঘের খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র ঘুরে দেখেন, যেখানে রোহিঙ্গারা খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। এরপর তারা উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে দেশি ও বিদেশি প্রতিনিধিরা নারীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের সমস্যা, জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেন।
প্রতিনিধিরা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং মানবিক সহায়তা আরো সম্প্রসারণের আশ্বাস দেন।
রোববার শুরু হওয়া এই আন্তর্জাতিক সংলাপে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক দিক নিয়ে গভীর আলোচনা হয়। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিক উন্মোচন করা এবং সংকট নিরসনে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ।
মঙ্গলবারের এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই আন্তর্জাতিক সংলাপ।



