শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজামায়াতনূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের নিন্দা

নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর বিজয়নগরে সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আকস্মিকভাবে লাঠিচার্জ চালিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ বহু নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরও এ ধরনের ন্যাক্কারজনক ও অনভিপ্রেত হামলা দেশবাসীর কাছে অত্যন্ত হতাশাজনক। তিনি সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে বলেন, জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে অগ্রসর হচ্ছে, তখন এ ধরনের হামলা অতীতের ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতি নতুন করে মনে করিয়ে দেয়।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments