গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর বিজয়নগরে সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আকস্মিকভাবে লাঠিচার্জ চালিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ বহু নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরও এ ধরনের ন্যাক্কারজনক ও অনভিপ্রেত হামলা দেশবাসীর কাছে অত্যন্ত হতাশাজনক। তিনি সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে বলেন, জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে অগ্রসর হচ্ছে, তখন এ ধরনের হামলা অতীতের ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতি নতুন করে মনে করিয়ে দেয়।
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানান।



