বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বলে জানিয়েছে দলটি।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।



