ই নিউজ ডেস্ক | প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম মহম্মদ মহাবুল মণ্ডল (৩৮)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে সদর উপজেলার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই সৌমিত্র সাহা ও এএসআই আবু আল ইমরান। এ সময় মহাবুল মণ্ডলকে চার বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, মহাবুল মণ্ডল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং মাদক বহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।



