শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া–চীন সম্পর্ক: পুতিন

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া–চীন সম্পর্ক: পুতিন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া–চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতি ও কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

চীনের সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, ২০২১ সাল থেকে দুই দেশের বাণিজ্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে প্রায় সব লেনদেনই জাতীয় মুদ্রায় হচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়া এখন চীনের তেল ও গ্যাসের শীর্ষ সরবরাহকারী। ২০১৯ সাল থেকে “পাওয়ার অফ সাইবেরিয়া” পাইপলাইনের মাধ্যমে ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। ২০২৭ সালে ফার ইস্টার্ন গ্যাস পাইপলাইন চালু হলে সহযোগিতা আরও বাড়বে।

পুতিনের মতে, রাশিয়া–চীন সম্পর্ক এখন শুধু অর্থনীতিতে নয়, বিশ্ব রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি বৈষম্যমূলক আখ্যা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments