ই নিউজ ডেস্ক | রাবি প্রতিনিধি📅 প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রমে বাধা দিয়েছে ছাত্রদল। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে এসে চেয়ার-টেবিল ভাঙচুর এবং প্রশাসনিক নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
রবিবার (৩১ আগস্ট) সকালে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিক্ষোভকারীরা ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে’ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে রাকসুর কার্যালয় অবরুদ্ধ করা হয়। পরে চেয়ার-টেবিল ভাঙচুরের কারণে শেষ দিনে মনোনয়ন ফরম বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি। অথচ প্রশাসন আমাদের দাবি মানছে না। তাই আন্দোলন ছাড়া আমাদের উপায় নেই।”



