শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যচট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হামলায় ‘আপ বাংলাদেশ’ এর উদ্বেগ

চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হামলায় ‘আপ বাংলাদেশ’ এর উদ্বেগ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন এলাকায় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী দেশীয় অস্ত্র, রামদা, ইট ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টরসহ কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আপ বাংলাদেশ অভিযোগ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, এবং স্থানীয় পুলিশ-প্রশাসনও সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। একইদিন রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীরা লাইব্রেরি ও অন্যান্য স্থানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে:

  • হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
  • আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
  • ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
  • পুলিশ সংস্কার প্রক্রিয়া শুরু করতে দ্রুত পুলিশ সংস্কার কমিশন গঠন করতে হবে।

আপ বাংলাদেশ আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং গুরুতর আহত ও সংকটাপন্ন শিক্ষার্থীদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments