স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে, হাইকোর্টের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের।
সোমবার ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৫ আগস্টের পর প্রায় এক বছর অতিক্রান্ত হলেও ডাকসু নির্বাচন হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সেপ্টেম্বরের তারিখ ঘোষণা করেছে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে। আজ আমরা সেই ষড়যন্ত্রের প্রমাণ দেখেছি এবং শিক্ষার্থীরা এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।”
তিনি অভিযোগ করেন, এক প্রার্থীর যোগ্যতা বাতিলের জন্য রিট দায়েরের মাধ্যমে পুরো ডাকসু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। “শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে বিভিন্ন প্রক্রিয়া চালু করা হয়েছে,” দাবি করেন কাদের।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ডাকসু হবে আপনার অধিকার। ডাকসু নিয়ে উদগ্রীব হোন, আগ্রহী হোন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করব।”
উল্লেখ্য, প্রায় এক বছর বিলম্বের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা আইনি জটিলতা এবং প্রশাসনিক চাপে উত্তেজনা বিরাজ করছে।



