শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন জানাল

রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন জানাল

ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে সম্প্রতি ইরানের পরমাণু বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর, এসব দেশ জাতিসংঘে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছে।

এই প্রেক্ষাপটে রাশিয়া প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের তিয়ানজিন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্রেমলিনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুতিন বৈঠকে বলেন, “ইরানকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি। আমরা নিয়মিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করি।”

রুশ প্রেসিডেন্টের এই মন্তব্য পশ্চিমা শক্তিগুলোর জন্য শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ইরানকে চাপের মুখে রাখার চেষ্টা করলেও রাশিয়ার সমর্থন তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছেন। এতে চীন, রাশিয়া, ভারতসহ বিভিন্ন বিশ্ব শক্তির নেতারা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন বাণিজ্যিক যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্মেলনের তাৎপর্য আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments