শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজামায়াতজনাব ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ – মিয়া গোলাম...

জনাব ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ – মিয়া গোলাম পরওয়ার

এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর এবং জাগপার (একাংশ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। জনাব ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এ ধরনের ঘটনা জাতির জন্য অশনি সংকেত।”

তিনি অবিলম্বে জনাব ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments