শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি পূরণের আহ্বান – প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে...

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি পূরণের আহ্বান – প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের প্রযুক্তিগত শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ, শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম হলেও দীর্ঘদিন ধরে এ খাতকে অবহেলায় রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তারা জাতীয় উন্নয়ন প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে সরাসরি অবদান রাখছেন। অথচ তাদের দাবি-দাওয়া দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, পদোন্নতিতে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, বরং তাদের স্বীকৃতি ও সম্মান প্রদানের মাধ্যমেই দেশের শিল্প ও প্রযুক্তি খাত এগিয়ে যাবে।”

এ সময় সংগঠনটি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments