রোববার রাত বাংলাদেশের আকাশে দেখা মিলেছে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। চিরচেনা রূপালি চাঁদ কিছুটা কালচে লাল রঙ ধারণ করে আকাশে উজ্জ্বলভাবে দেখা গেছে। রাজধানী ঢাকার বাসিন্দারাও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণগ্রাস শুরু হয় রাত সাড়ে ১১টায়, কেন্দ্রীয় গ্রহণ রাত ১২টা ১১ মিনিটে, এবং চাঁদ সম্পূর্ণভাবে স্বাভাবিক রূপে ফেরে রাত ২টা ৫৬ মিনিটে। মোট গ্রহণ স্থায়িত্ব ছিল ৮২ মিনিট, যা ২০২২ সালের পর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই রঙ পরিবর্তনকে ‘ব্লাডমুন’ বলা হয়। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করলে এবং পৃথিবী তাদের মধ্যবর্তী অবস্থানে থাকলে চন্দ্রগ্রহণ ঘটে।
এ ঘটনা পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার বেশির ভাগ অঞ্চলে দেখা যায়নি।



