বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য সেল ‘জুলাই কবিতা পাঠ’ শীর্ষক অনুষ্ঠান রোববার শাহবাগে অনুষ্ঠিত হয়েছে। কবি, লেখক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা এবং সাহিত্য সম্পাদক ইব্রাহীম নিরব সঞ্চালনা করেন। মুহিম মাহফুজ, তুহিন খান, শওকত হোসেন, জগলুল হায়দার, কামাল মিনা, শামীম রেজা প্রমুখ কবিতা আবৃত্তি করেন।
হাসান ইনাম বলেন, “শহীদ সাজ্জাদের জন্য তার মায়ের লেখা কবিতা পাঠ করা হয়েছে। ৫ আগস্টের ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের এখনও বিচার হয়নি, যা লজ্জার বিষয়।”
সাহিত্য সম্পাদক ইব্রাহীম নিরব বলেন, “সাহিত্য শুধু বিনোদন নয়, এটি আমাদের চিন্তা, চেতনা, সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রকাশ। এখন সময় সাংস্কৃতিক লড়াইয়ের। আমাদের কাজ সাহিত্যকে স্বাধীন করা এবং সংস্কৃতিতে বিপ্লব ঘটানো।”



