ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এবার এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গণনার ফলাফল প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বড় স্ক্রিনে দেখা যাবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।
নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী। ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।
এবার ভোট কেন্দ্র সংখ্যা মোট ৮টি, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেবেন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মতামত প্রদান করবেন।



