অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ২০২৩ সালের পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, তিনি তার শ্বশুরবাড়ির তিনজন সদস্যকে বিষযুক্ত মাশরুম মিশানো খাবারের মাধ্যমে হত্যা করেছেন।
ভিক্টোরিয়া সুপ্রিম কোর্ট সোমবার (৮ সেপ্টেম্বর) তিনজন হত্যা ও একজন হত্যার চেষ্টার অভিযোগে প্যাটারসনের নন-প্যারোল পিরিয়ড ৩৩ বছর নির্ধারণ করেছে। এর মানে, তিনি ৮৩ বছর বয়সের আগে প্যারোলের জন্য আবেদন করতে পারবেন না।
ঘটনাটি ২০২৩ সালের ২৯ জুলাই ঘটে। এরিন প্যাটারসন ডন প্যাটারসন (৭০), গেইল প্যাটারসন (৭০) ও হেদার উইলকিনসন (৬৬)কে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেন। খাবারে তিনি ‘ডেথ ক্যাপ’ মাশরুম মিশিয়ে দেন। চারজনের মধ্যে তিনজন মারা যান, একজন হাসপাতাল থেকে বেঁচে ফিরে আসেন।
বিচারক ক্রিস্টোফার বিল বলেন, “প্যাটারসনের অপরাধ পূর্বপরিকল্পিত ছিল এবং তিনি কোনো অনুশোচনা দেখাননি। তার মিথ্যাচারগুলো ধরা পড়েছে।”
এরিন প্যাটারসনের আইনজীবীরা দাবি করেছিলেন, এটি একটি দুর্ঘটনা ছিল। তবে ১২ সদস্যের জুরি একমত হয়ে তাকে দোষী সাব্যস্ত করেছেন। বেঁচে থাকা পাদরি ইয়ান উইলকিনসন আদালতের বাইরে তদন্তকারী ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এরিন প্যাটারসনের আপিলের সময় আগামী ৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।



