ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিজা।
ভোট শেষে তিনি বলেন, “রাত থেকে অনেক চিন্তায় ছিলাম কাকে ভোট দেবো। পরে ইশতেহার দেখে প্রার্থী বাছাই করলাম। ভোট দিতে বেশি সময় লাগেনি। দ্রুতই শেষ করলাম। যেহেতু মাত্র দুই মাস আগে ক্যাম্পাসে এসেছি, তাই ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”
নিজের ভোট দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে নাফিজা বলেন, “ভোট দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছি ইসলামিক মনোভাবাপন্ন ব্যক্তিকে। যে উল্টাপাল্টা কথা বলেনি, যাকে বেশি লজিক্যাল মনে হয়েছে। আমার মনে হয়েছে, সেও ভোট পাওয়ার যোগ্য।”



