শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাসাদিক কায়েম: “আমরা সবাই জুলাই যোদ্ধা, শিক্ষার্থীরা ভোট দিতে কেন্দ্রে আসুন”

সাদিক কায়েম: “আমরা সবাই জুলাই যোদ্ধা, শিক্ষার্থীরা ভোট দিতে কেন্দ্রে আসুন”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে ভোট প্রদান শেষে তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের বলবো, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছি, সবাই একেকজন জুলাই যোদ্ধা।”

তিনি আরও বলেন, “জুলাইয়ে আমরা সবাই সবার পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। এখন এই বিশ্ববিদ্যালয়েই গণতন্ত্রের এক সুন্দর নজির স্থাপন করতে হবে।”

সাদিক কায়েম জানান, জয়-পরাজয় যাই হোক তারা তা মেনে নেবেন। “ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা দায়িত্বশীল আচরণ করেছি। আজকের নির্বাচনেও আমরা সেই দায়িত্ব পালন করবো। আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। সারাদেশ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এর মাধ্যমে গণতন্ত্রের একটি স্থায়ী রূপ প্রতিষ্ঠিত হোক।”

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ওপর আস্থা রাখবেন। “প্রচারণা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমরা দেখেছি। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়াই আমাদের লক্ষ্য।”

তবে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। তার দাবি, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সেন্টারের বাইরে টেবিল বসানো নিষিদ্ধ করলেও ছাত্রদল বাইরে ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের স্লিপ দিচ্ছে। আমরা চাই সবাই আচরণবিধি মেনে চলুক।”

সাদিক কায়েম আরও বলেন, “আমরা পর্যবেক্ষণ করছি নির্বাচন যেভাবে শুরু হয়েছে সেভাবেই যেন শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো কারো প্রতি অতিরিক্ত সুবিধা না দিতে, কারণ এতে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র—এমন কোনো পরিস্থিতি হোক।”

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দেন—সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিম উদ্দিন হল। একই সেন্টারে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments