ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঝিনাইদহ জেলার আট তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ প্যানেল থেকে প্রার্থী হওয়া এসব শিক্ষার্থী জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তাদের মধ্যে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন হল সংসদের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে। কবি জসিমউদ্দীন হলের ভিপি পদে লড়ছেন মহেশপুর উপজেলার আব্দুল ওহেদ এবং শেখ মুজিবুর রহমান হলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই উপজেলার সাঈফ আল ইসলাম দীপ।
এ ছাড়া বিজয় একাত্তর হলের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশপুরের ইমতিয়াজ আহমেদ রনি। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাঠকক্ষ সম্পাদক পদে শৈলকুপার আসফিরান আশিক রহমান, সূর্যসেন হলের পাঠকক্ষ সম্পাদক পদে ঝিনাইদহ সদরের শাকিল আহমেদ, একই হলের সংস্কৃতি সম্পাদক পদে হরিণাকুন্ডুর সাব্বির রহমান, জিয়াউর রহমান হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে বিএম ফাহাদ ইয়া এবং মহসিন হলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমেন বলেন, “একই জেলা থেকে ৮ জন প্রার্থীর ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্যিই নজিরবিহীন।”



