অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সফলতা কামনা করেছেন। তিনি সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “সফলভাবে সম্পন্ন হোক ডাকসু নির্বাচন। ত্যাগী, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব পাক ঢাকা বিশ্ববিদ্যালয়।”
নির্বাচন মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদে ২৩৪টি পদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতিটি ভোটারকে ৪১টি ভোট দিতে হবে।
এবারের নির্বাচনে অন্তত ১০টি পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশগ্রহণ করছেন। নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলোর মধ্যে রয়েছে:
- জাতীয়তাবাদী ছাত্রদল
- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)
- বাম ছাত্র সংগঠনসমূহের ‘প্রতিরোধ পর্ষদ’
- উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’
- ছাত্রশিবির
- তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’
- ছাত্র অধিকার পরিষদ
- ইসলামী ছাত্র আন্দোলন
- অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে যোগ্য প্রার্থী বাছাই করার চেষ্টা করছেন।



