ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট শুরু হওয়ার পর সকাল ৯টা ২৫ মিনিটে কেন্দ্রে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী শামীম হোসেন।
তিনি পলাশীর মোড় হয়ে ক্যাম্পাসে প্রবেশ করার পর একটি মোটরসাইকেলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমকে ঘিরে বিতর্ক তৈরি হয়; কিছু টেলিগ্রাম চ্যানেলে তার জেতার জন্য নির্দেশনা দেওয়ার অভিযোগ ওঠে।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন এবং ১৮টি হলে ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের প্রতিটি শিক্ষার্থী ডাকসুর জন্য ৫টি এবং হল সংসদের জন্য ১টি ব্যালেটে ভোট দেবেন, অর্থাৎ মোট ৪১টি ভোট প্রদান করবেন।



