শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিআওয়ামিলীগভোটের আগে বিতর্ক: ভিপি পদে শামীমকে জেতাতে ছাত্রলীগ-আওয়ামী লীগের গ্রুপে নির্দেশনা

ভোটের আগে বিতর্ক: ভিপি পদে শামীমকে জেতাতে ছাত্রলীগ-আওয়ামী লীগের গ্রুপে নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ভিপি পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনের আগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত নির্দেশনায় উল্লেখ রয়েছে, “আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এই তালিকা সোশ্যাল মিডিয়ায় বা সন্দেহজনক কারো সঙ্গে শেয়ার করবেন না।”

তালিকায় উল্লেখ রয়েছে:

  • ভিপি পদ: শামীম হোসেন (ব্যালট নং ৪২)
  • জিএস পদ: আরাফাত (ব্যালট নং ১)
  • এজিএস পদ: মো. জাবির আহমেদ জুবেল (ব্যালট নং ১৮)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. মমিনুল ইসলাম বিধান (ব্যালট নং ১২)
  • আন্তর্জাতিক সম্পাদক: মো. শাকিব মাহমুদ (ব্যালট নং ৯)
  • ছাত্র পরিবহন সম্পাদক: মো. রাজিন হোসেন (ব্যালট নং ৮)

এই নির্দেশনার মধ্যে একটি পোস্ট করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার রামু উপজেলা শাখার নেতা খালেকুজ্জামান খোকন এবং আরেকটি পোস্ট করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন কিরণ।

এদিকে সামাজিক মাধ্যমে শামীমের ‘ছাত্রলীগ সংশ্লিষ্টতা’-সংক্রান্ত অভিযোগও নতুন করে সামনে এসেছে। ফেসবুকে ছড়ানো স্ক্রিনশটে তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততার কিছু প্রমাণও দেখা যাচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে শামীম হোসেন বা তার নির্বাচনী ক্যাম্পেইনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments