ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে প্রার্থীরা সরাসরি ভোট চাইতে গেলে রিটার্নিং কর্মকর্তা তাদের কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রগুলোতে ভোট দিতে আসা শিক্ষার্থীরা দীর্ঘ লাইন তৈরি করেছেন। কিন্তু কিছু নেতাকর্মী লাইনে দাঁড়িয়ে ভোটারদের হাতে কার্ড ও লিফলেট বিতরণ করছেন।
প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, “ভোটকেন্দ্রে ভোট চাইতে কোনো সুযোগ নেই। প্রার্থীদের কেন্দ্র থেকে অন্তত ১০০ মিটার দূরে থাকতে হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের নির্বাচনে ৮টি কেন্দ্রে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।



