ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোট দেওয়া হচ্ছে। ভোট শুরু থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় দেখা গেছে:
- সকাল ১০টা ১৪ মিনিটে নীলক্ষেত কেন্দ্র দিয়ে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ভোট দিতে প্রবেশ করেন।
- সকাল ৯টা ২৫ মিনিটে পলাশী মোড় হয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি প্রবেশদ্বার অতিক্রম করার পর একটি মোটরসাইকেলে চড়ে কেন্দ্রে ঢুকেন।
- এছাড়া আওয়ামী লীগের সমর্থিত ভিপি প্রার্থী শামীমও ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।
এ বছর ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটার ডাকসুর জন্য ২৮টি ও হল সংসদের জন্য ১৩টি পদে মোট ৪১টি ভোট প্রদান করবেন।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোবদ্ধ ছাত্ররাজনীতির গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।



