ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা নিজস্ব ব্রেইলভিত্তিক বইয়ের মাধ্যমে ভোট দেন, যাতে কারও সহায়তা ছাড়া ভোট প্রদান সম্ভব হয়।
এবারের নির্বাচনে ৩১ জন দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছেন। উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী ভোট দেবেন, এ পর্যন্ত দুইজন ভোট দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারুক হাওলাদার প্রথম ভোট দেন ব্রেইল পদ্ধতি ব্যবহার করে। তিনি জানান, “জীবনে প্রথমবার স্বাধীনভাবে ভোট দিলাম। কারও সাহায্য ছাড়াই আমি ভোট দিতে পেরেছি। এটা আমার কাছে চমৎকার অভিজ্ঞতা। আমরা চাই জাতীয় নির্বাচনেও এই পদ্ধতি ব্যবহার করা হোক।”
ফারুক আরও বলেন, আগের পদ্ধতিতে একজনকে বলে সিল মারানো হতো, কিন্তু এখন ব্রেইল পদ্ধতির কারণে নিজেই ভোট দিতে পারছি।



