ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা কেমন প্রার্থীকে ভোট দেবেন সেই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পরামর্শ দিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরামর্শ দেন।
সারজিস আলম লিখেছেন, “নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম—সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।”
তিনি আরও ব্যাখ্যা করেছেন, “যোগ্যতা মানে এটা নয় যে কার সিজিপিএ কত বা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।”

সারজিস আলম আরও বলেছেন, “আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবেন, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায় করতে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন।”
তিনি শিক্ষার্থীদের সতর্ক করেছেন যে নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে শুধুমাত্র পদবীর জন্য নয়, বরং নেতৃত্ব ও নৈতিক মানদণ্ড বিবেচনা করে প্রার্থী নির্বাচন করতে হবে।
এটি ঢাবির শিক্ষার্থীদের জন্য প্রতিসংবিধানমূলক ও নৈতিক নেতৃত্ব নির্বাচনের গুরুত্বের একটি পরামর্শ হিসেবে ধরা হচ্ছে।



