ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে এক শিক্ষার্থী প্রার্থীর পরিচয় ভান করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত গণতন্ত্র ও তোরণ মঞ্চের গেটে। ইউনিভার্সিটি অব স্কলার্সের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সালমান প্রার্থীর পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা তার আইডি কার্ড চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
সালমানকে অবিলম্বে প্রক্টোরিয়াল টিম আটক করে অফিসে পাঠায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুনতাসির আলম জানান, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আটক শিক্ষার্থীর মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রক্টোরিয়াল টিম এখনও নিশ্চিত করতে পারেনি।



