ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থী সাদিয়া ইসলাম তার মাকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হাজারীবাগের বাসা থেকে ভোটের উদ্দেশ্যে ক্যাম্পাসে আসেন সাদিয়া। পলাশীর মোড় দিয়ে প্রবেশের সময় তিনি প্রক্টোরিয়াল টিমের বাধার সম্মুখীন হন। দায়িত্বে থাকা কর্মকর্তারা সাদিয়ার মাকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেননি। সাদিয়ার মা, মিসেস শহীদুল ইসলাম, তাকে একা ভোট দিতে দিতে রাজি হননি। ফলে সাদিয়া ভোট দিতে পারেননি এবং বাসায় ফিরে যান।
সাদিয়া বলেন, “ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছিলাম। কিন্তু আমার মাকে আমার সাথে যেতে দিচ্ছে না। অন্তত একজন অভিভাবককে সঙ্গে নেওয়া উচিত ছিল। উনি বহিরাগত নন, আমার মা। আমি ভোট দিতে যেতে পারব না।”
মিসেস শহীদুল ইসলাম বলেন, “আমি মাতা হিসেবে আমার মেয়েকে একা ছাড়তে পারি না। আমরা ভোট দিতে আশা করে এসেছিলাম, কিন্তু বাধা পেয়ে খুবই দুঃখিত।”
এই বিষয়ে দায়িত্বরত সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, “আমরা শৃঙ্খলার দায়িত্বে রয়েছি। ভোটার ব্যতিত অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কেউ যদি ভোট না দিয়ে চলে যান, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কেবল কেন্দ্রের শৃঙ্খলা নিশ্চিত করছি।”



