শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডাকসু নির্বাচন পর্যবেক্ষক টিম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডাকসু নির্বাচন পর্যবেক্ষক টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম। সংবাদ সম্মেলন কলা ভবনের বটতলায় অনুষ্ঠিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর এটি ডাকসুর ৩৮তম নির্বাচন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে। নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবেন।

এই নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনের পরিবেশে ছাত্র-শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments