ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত জিএস প্রার্থী মো. খায়রুল আহসান মারজান অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিচ্ছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কাছে যথাযথ প্রক্রিয়ায় তালিকা দেওয়ার মাধ্যমে আমাদের এজেন্টরা বৈধভাবে নিশ্চিত ও ছবিযুক্ত এজেন্ট কার্ড পেয়েছেন। কিন্তু নির্দিষ্ট কিছু সংগঠন ব্যতীত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টার আগে ছাত্রদলের প্যানেল থেকে ৫ জন এজেন্ট ঢোকার সুযোগ পেয়েছেন, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বৈধ কার্ডধারী একজন এজেন্টকেও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। বরং কার্ড থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মারজান অভিযোগ করেন, বারবার জানতে চাওয়া সত্ত্বেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো সদুত্তর দিচ্ছেন না। তিনি সতর্ক করে বলেন, “কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আমাদের এজেন্টদের ঢুকতে না দেয়া হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ নির্বাচনের দিন আমরা সেই আশঙ্কার বাস্তবায়ন দেখছি। নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা কোনোভাবেই আমরা সহ্য করব না।”



